শুরুতেই স্কাইমুন আইটি সলিউশন এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই । আজকে আপনাদের সাথে দারুন একটি রিকোভারি সফটওয়্যার এর কথা শেয়ার করবো । যদিও আজকে শরীরটা ভাল নেই , প্রচন্ড মাথা ব্যাথা , তারপরও লিখা শুরু করলাম । যাক , বিষয়বস্তুতে ফিরে আসি ।
অনেক সময় আমাদের অজানা সত্বে হার্ডডিস্ক ফরমেট হয়ে যায়, অথবা অনেক সময় ভাইরাস আক্রান্ত হয়ে ফাইল মুছে যেতে পারে বা হার্ডডিস্ক ফরমেট বা পার্টিশন করতে হতে পারে, কিন্তু সবারই হার্ডডিস্কে অনেক গুরুত্বপূর্ন ফাইল বা তথ্য থাকে যা মুছে গেলে অনেক ক্ষতির সম্মুখিন হতে হয় তােই আমি আজ আপনাদের একটি দারুন রিকভারি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব এই সফটওয়ারটি আপনার ফরমেট হয়ে যাওয়া হার্ডডিস্কের সকল ফাইল ফিরিয়ে এনে দিতে পারে নিখুতভাবে রিকভারি দেয়ার জন্য অনেক সফটওয়ার রয়েছে কিন্তু সব সফটওয়ার ঠিকমত কাজ করেনা বিভিন্ন সফটওয়ার দিয়ে রিকভারি করার পরেও ফাইলগুলো চলেনা বা কাজ করেনা কিন্তু এই সফটওয়ারটি অত্যন্ত সুন্দরভাবে আপনার সকল ফাইল ফিরিয়ে দিবে এবং সব ফাইল ভালভাবে কাজ করবে সফটওয়ারটির নাম হচ্ছে Stellar Phoenix Windows Data Recovery. সফটওয়ারটির ডাউনলোট লিংক এবং লাইসেন্স নিচে দেওয়া হল ।
প্রথমে সফটওয়ারটি ওপেন করুন
তারপর Recovery অপশন থেকে Drive recovery সিলেক্ট করুন
তারপর এডভান্স Recovery অপশন থেকে NTFS সিলেক্ট করে রিকভারি দিন
আশা করি সফটওয়ারটি ব্যবহার করে উপকৃত হবেন
http://files.downloadnow.com/s/software/14/48/43/13/StellarPhoenixWindowsDataRecovery-Professional.exe?token=1446312124_c34ddd62796717471c9dc98e8e24084c&fileName=StellarPhoenixWindowsDataRecovery-Professional.exe
LICENSE
User Name – http://Www.IamBidyuT.CoM
Key – 9DC5-4C00-DD18-52BF-A7E5-E955-C42C