স্কাইমুন আইটি সলিউশন এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই । আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রয়োজনীয় একটি পদ্ধতি । আমরা অনেক সময় ভুল করে ফোনের প্রয়োজনীয় ছবি Delete করে ফেলি । তারপর আর তা ফিরে পাই না । আজকে তা আপনাদের শেয়ার করছি – কিভাবে Delete করা ছবি আবার পুনরায় ফিরিয়ে আনবেন । আসুন বিস্তারিত জেনে নিই ।
পদ্ধতি :
১ । প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করতে হবে । অ্যাপসটির নাম – diskdigger photo recovery apk । এটি গুগল প্লে স্টোরে সার্চ দিলেই পাবেন । লিংক টি নিচে শেয়ার করলাম ।
diskdigger photo recovery apk google play stor download link
২ । অ্যাপসটি ইন্সটল করার পর Open করুন
৩ । Start Basic Photo Scan এ Search ক্লিক করুন ।
৪ । এরপর আপনি Delete হওয়া সব ছবিগুলো দেখতে পাবেন । সেগুলো Mark করে Recovery তে ক্লিক করে ফোল্ডার সিলেক্ট করে Save এ ক্লিক করুন ।
এরপর যদি বুঝতে সমস্যা থাকে তাহলে ভিডিও টিউটরিয়াল থেকে দেখে নিন ।