স্কাইমুন আইটি সলিউশন এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই । আজ আপনাদের সাথে শেয়ার করছি ইসলামীক একটি দোয়া । যার ফজিলত অনেক । যে দোয়া পাঠ করলে আমাদের ইহকালে এবং পরকালে অনেক লাভবান হতে পারি । মহান আল্লহ তায়ালা তার গুনবাচক নাম যিকির করা কথা বলেছেন এবং সেই সাথে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের যিকির করার জন্য বলেছেন , বিশেষ করে এই দোয়া যিকির করার জন্য বলেছেন । আসুন আমরা জেনে নিই , নিজে আমল করি এবং অন্যদের আমল করার জন্য উৎসাহিত করি । এতে আমরা অনেক অনেক লাভবান হতে পারি ।
আল্লাহর একটি গুনবাচক নাম : اَلْقَابِضُ
বাংলায় : আল-ক্বাবিদু
অর্থ : ‘বান্দার রিযিক ও অন্তর সকোচনকারী এবং রূহ কবজকারী।’
আল্লাহর এই গুনবাচক নাম আমলের ফজিলত :
@ যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক (اَلْقَابِضُ) ‘আল-ক্বাবিদু’ নামটি চল্লিশ দিন পর্যন্ত চার টুকরো রুটি বা অন্য কিছুর ওপর লিখে আহার করে তবে আল্লাহর ইচ্ছায় সে ক্ষুধা ও কবরের আজাব থেকে নিরাপদ থাকবে।
@ যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক (اَلْقَابِضُ) ‘আল-ক্বাবিদু’ প্রতিদিন ৪০ বার পড়বে, সে পিপাষার্ত হবে না।
@ যে ব্যক্তি এ পবিত্র নাম ৪০ দিন পর্যন্ত রুটির প্রথম লোকমায় লিখে খাবে; জীবনে কখনও ক্ষুধায় কষ্ট পাইবে না এবং জ্বীন – ভূতের আছর ও যাদুর আক্রমণ থেকে রক্ষা পাবে।
আসুন আমরা সকলে আমল করি । সেই সাথে আমাদের পাশে বন্ধু , আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করি । এই দোয়া আমলে নিশ্চয় মহান আল্লাহ আমাদের ফজিলত দিবেন । আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন । আমিন