সূর্য অস্ত যায়না পৃথিবীর যেসব স্থানে !
সূর্য রোজ সকালে একবার পূর্বদিকে ওঠে আর সন্ধ্যেবেলায় ঢলে পড়ে পশ্চিমে। এই তো পৃথিবীর নিয়ম। সেই শুরু থেকে পৃথিবী এভাবেই রোজ একবার করে আলোতে প্রবেশ করছে, আবার খানিক বাদে ডুবে যাচ্ছে আঁধারে। তবে আপনি জানেন কি, সেটা আর সব স্থানের জন্যে সত্যি হলেও পৃথিবীর কিছু জায়গা সবসময়েই থেকে যায় এই হিসেবের বাইরে? সত্যিই পৃথিবীতে রয়েছে